ভিডিও

 নিলামে এক লেবুর দাম উঠল আড়াই লাখ টাকা

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪, ১১:০৪ দুপুর
আপডেট: মার্চ ৩০, ২০২৪, ১১:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

তামিলনাড়ুর ভিল্লুপুরম মন্দিরের পুজোয় ব্যবহৃত নয়টি লেবুর নিলামে দাম উঠল দুই লাখ ৩৬ হাজার টাকা। সেখানকার স্থানীয় বাসিন্দারা মনে করেন যে, বিশেষ পূজায় ব্যবহৃত সেই লেবু দিয়ে তৈরি শরবত খেলেই না কি বন্ধ্যাত্বের সমস্যা দূর হবে।

ফাগুনি উথিরাম উপলক্ষ্যে টানা নয়দিন ধরে বিশেষ পূজার আয়োজন করেছিলেন ভিল্লুপুরম মন্দিরের পুরোহিতেরা। 


এক গ্রামবাসী বলেন, এই মন্দির পবিত্র লেবুর জন্যই বিখ্যাত। এই বিশেষ লেবুতে ভগবানের আশীর্বাদ থাকে। আমরা বিশ্বাস করি এই লেবুগুলোর বিশেষ ক্ষমতা রয়েছে। পুরোহিতেরা নিজেরাই এই নিলামের ব্যবস্থা করেন। নিঃসন্তান দম্পতিরা লেবু পাওয়ার আশায় ভিড় জামান মন্দির প্রাঙ্গণে। নিলামে সংগৃহীত অর্থ দিয়ে তৈরি প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।

ফাগুনি উথিরাম উপলক্ষ্যে প্রতি নয়দিন একটি একটি করে লেবু ভগবানকে উৎসর্গ করা হয়। নবম দিনের শেষে লেবুগুলোর নিলাম শুরু হয়। শেষ দিনে ভগবানকে উৎসর্গ করা লেবুটির দাম উঠেছে প্রায় ৫০ হাজার ৫০০ টাকা। 

কুলাথুর গ্রামের এক নিঃসন্তান দম্পতি সেই লেবুটি কিনেছেন। লেবুটি পাওয়ার পর সেই দম্পতি পুণ্যস্নান করেন। সব মিলিয়ে নয়দিনের লেবুর দাম উঠেছে দুই লাখ ৩০ হাজার টাকা। দীর্ঘ দিন ধরে এই প্রথা চলে আসছে এই মন্দিরে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS